‘কর্মসূচি’
তারিখ ও বার | সময় | গৃহীত কর্মসূচি | বাস্তবায়নে |
১৬-১২-২০১৪ মঙ্গলবার | রাত ০০.০১ ঘটিকা | ৩১ (একত্রিশ)বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা স্থানঃ বোরহানউদ্দিন থানা কম্পাউন্ড | তোপধ্বনি উপ-কমিটি |
১৬-১২-২০১৪ মঙ্গলবার | সকাল ৬.০০ ঘটিকা | শহিদ স্মৃতি ফলকে পুষ্পস্থবক অর্পন স্থানঃ বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্বর | সংশ্লিষ্ট উপ-কমিটি |
১৬-১২-২০১৪ মঙ্গলবার | সূর্যোদয়ের সাথে সাথে | সকল সরকারী ,আধা-সরকারী, স্বায়ত্বশাসিত এবং বে-সরকারী প্রতিষ্ঠান/ভবন সমুহে স্ব-স্ব উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন। | সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং বে-সরকারী প্রতিষ্ঠান সমুহের কর্তৃপক্ষ/ভবনের মালিক পতাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করবেন। পতাকার মাপ ও রং সঠিক হতে হবে । |
১৬-১২-২০১৪ মঙ্গলবার | সকাল ৮.৩০ঘটিকা | আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, কুচকাওয়াজ অনুষ্ঠান ও ডিসপ্লে
স্থানঃ বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠ । | অফিসার-ইন চার্জ, বোরহানউদ্দিন থানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সম্পাদক, বিএনসিসি,সম্পাদক, প্রাথমিক শিক্ষক সমিতি, সম্পাদক, মাধ্যমিক শিক্ষক সমিতি, সম্পাদক, মাদ্রাসা শিক্ষক সমিতি, সম্পাদক, গার্লস গাইড, সম্পাদক, উপজেলা স্কাউটস, প্রধান শিক্ষক, বোরহানউদ্দিন মা/বিঃ, প্রধান শিক্ষক, বালিকা মা: বি:, প্রধান শিক্ষক, কুতুবা মা: বি:, অধ্যক্ষ, বোরহানউদ্দিন কিন্ডার গার্টেন/আইডিয়াল স্কুল/স্বপ্নকুঁড়ি কিন্ডার গার্টেন, প্রধান শিক্ষক, উদয়ন সঃ প্রাঃ বিঃ। প্রধান শিক্ষক, বোরহানউদ্দিন সঃ প্রাঃ বিঃ। |
১৬-১২-২০১৪ মঙ্গলবার | সকাল ১১.৩০ঘটিকা | মুক্তিযুদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সুখী, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম। স্থান: বোরহাউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় | সংশিস্নষ্ট উপ-কমিটি |
১৬-১২-২০১৪ মঙ্গলবার | সকাল ১২.০০ঘটিকা | মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা। স্থানঃ বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। | সংশিস্নষ্ট উপ-কমিটি |
১৬-১২-২০১৪ মঙ্গলবার | সকাল ১২.০০ঘটিকা | মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী (শিশু ও কিশোরদের জন্য) স্থানঃ চিত্রমনি সিনেমা হল ও রাজমনি সিনেমা হল । | স্বত্বাধিকারী/ম্যানেজার, চিত্রমনি ও রাজমনি সিনেমা হল । |
১৬-১২-২০১৪ মঙ্গলবার | বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে | জাতির শান্তি ও অগ্রগতি এবং মুক্তিযুদ্ধের শহীদের আত্মার শান্তি কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দিরও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময়ে প্রার্থনা । | স্ব-স্ব মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটি। |
১৬-১২-২০১৪ মঙ্গলবার | দুপুর ২.০০ ঘটিকা | হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন স্থানঃ উপজেলা স্বাস্থ্য কমপেক্স ও বিভিন্ন এতিমখানা। | সংশিস্নষ্ট উপ-কমিটি |
১৬-১২-২০১৪ মঙ্গলবার | বিকাল ৩.০০ ঘটিকা | মহান বিজয় দিবস প্রীতি ফুটবল প্রতিযোগিতা, রশি টানাটানি ও হাড়িভাঙ্গা উপজেলা প্রশাসন একাদশ বনাম মুক্তিযোদ্ধা একাদশ বোরহানউদ্দিন পৌরসভা একাদশ বনাম শিক্ষক একাদশ স্থানঃ বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠ । | সংশিস্নষ্ট উপ-কমিটি |
১৬-১২-২০১৪ মঙ্গলবার | সন্ধ্যা ০৬.০০ ঘটিকা | সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানঃ বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠ । | সংশিস্নষ্ট উপ-কমিটি |
|
| স্বাক্ষরিত (মোঃ মুস্তাফিজুর রহমান) উপজেলা নির্বাহি অফিসার (অ:দা:) বোরহানউদ্দিন, ভোলা। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস